পুঠিয়ায় পুলিশের অভিযানে আটক ১৫
পুঠিয়া প্রতিনিধি | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১ ০৪:৪৭; আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ০৪:৫৫

রাজশাহীর পুঠিয়ায় ওয়ারেন্টভূক্ত ১৪ ও মাদক মামলায় ১ জন সহ মোট ১৫ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ বিষয়ে বলেন, আটককৃতদের মধ্যে ১৪ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি রয়েছেন। সেই সাথে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: