রাঙ্গামাটিতে চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১ ১৪:৩১; আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১০:০৯

ছবি:প্রতিকী

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নেথোয়াই মারমা (৫৬) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সেখানে পৌঁছানোর পরে ঘটনার বিস্তারিত জানা যাবে।

এদিকে, এই হত্যাকাণ্ডে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জড়িত বলে অভিযোগ করেছেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুছাইন চৌধুরী এবং রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top