জেলেদের জালে উঠল লাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২ ১১:৪৫; আপডেট: ১৮ জানুয়ারী ২০২২ ১১:৪৫

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে এক ব্যক্তির লাশ উঠে এসেছে। রোববার রাত ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার রেলবাজার এলাকায় মাছ ধরার সময় শফিকুল ইসলাম শফি নামের এক ব্যক্তির জালে লাশটি উঠে আসে।

মৃত ব্যক্তির নাম দুরুল হুদা (৩০)। গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লায় তার বাড়ি। বাবার নাম আফজাল হোসেন। রোববার দুপুরে মাদারপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান তিনি। তার মৃগী রোগ ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুরুল হুদা পানিতে নেমে ডুবে গিয়েছিলেন। রাতে জেলে শফিকুল ইসলামসহ কয়েকজন মাদারপুর থেকে কিছুটা উজানে নদীতে মাছ ধরছিলেন। তখন দুরুলের লাশটি তাদের জালে উঠে আসে। পরে লাশটি বাড়ি নিয়ে যান স্বজনরা।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, মৃগী রোগীরা পানিতে নামলে সমস্যা হয়। সেই কারণে দুরুল ডুবে গিয়েছিলেন। লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সকালে লাশটি দাফনও করা হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top