কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে গৃহবধূর মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৪:২২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৩০

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম সুফিয়া বেগম (৪০)। বুধবার ভোররাতে উপজেলা সদরের শিবেরডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ শিবেরডাঙ্গী গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে হঠাৎ কালবৈশাখী ঝড় ওঠে। এসময় সুফিয়া বেগমের বাড়ির পাশের একটি গাছ এসে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজীবপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সুফিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আসার আগেই মারা যান।’ এ ব্যাপারে রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী জানান, ‘খবর পেয়ে নিহতের বাড়ি পরিদর্শন করেছি। পরিবারটিকে সহায়তা প্রদান করা হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: