নওগাঁ জেলার পোরশা সীমান্তে বিএসএফ’র গুলিতে সুভাষ রায় (৩৭) নামে একজন নিহত

নওগাঁয় বিএসএফ’র গুলিতে সুভাষ নিহত

রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৬ জুন ২০২০ ০০:২০; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:২৭

ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ-ফাইল ছবি

নওগাঁ জেলার পোরশা সীমান্তে বিএসএফ’র গুলিতে সুভাষ রায় (৩৭) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) ভোররাতে পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকায় ভারতের আগ্রাবাদ ক্যাম্পের সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ সদস্যরা সুভাসকে গুলি করে হত্যা করে। নিহত সুভাষ পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে।


আগে গত ২৩ জানুয়ারি পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিষুপুর দিঘীপাড়া পোরশা এলাকার মৃত খোদা বক্সের ছেলে মফিজ উদ্দিন, বিষুপুর বিজলী পাড়া এলাকার শুকড়া উড়াওয়ের ছেলে সনজিত উড়াও (২৪), বিষুপুর কাটাপুকুর এলাকার মৃত জন্নুর রহমানের ছেলে কামাল হোসেন (২০) নামের তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top