ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১.৭ বিলিয়ন ডলার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০৮:০৬; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২০:১৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত ডিসেম্বরে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২৯ শতাংশ বেশি। রোববার (১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডেটা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের বছর ২০২১ সালের ডিসেম্বরে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন অভিবাসী কর্মীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত) ৬ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৯ কোটি ৩২ লাখ মার্কিন ডলার।

আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৩ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে দেশে ২৫ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top