বাংলাদেশে বিনিয়োগে তিনটি বাধা চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪ ১৯:১৬; আপডেট: ৫ মে ২০২৪ ১৫:৪৩

- ছবি - ইন্টারনেট

বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসেবে ৩টি বিষয় চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৯ মার্চ) মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর- ইউএসটিআর প্রকাশিত ২০২৪ সালের বৈদেশিক বাণিজ্যে বাধাবিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছতাকে বাধা হিসেবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশে সরকারি দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশে ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বাধার কথা বলেছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন আইন নিয়েও যুক্তরাষ্ট্র তার উদ্বেগের কথা জানিয়েছে।

ঘুষ ও দুর্নীতিকে বাংলাদেশের অনেক পুরনো সমস্যা হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, এখানে দুর্নীতিবিরোধী আইনের প্রয়োগও যথেষ্ট নয়। বাণিজ্যিক সমঝোতাগুলোর ক্ষেত্রে ঘুষ ও চাঁদা দেওয়ার অভিযোগ প্রচুর। আছে অর্থপাচারের অভিযোগও।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top