পদ্মা সেতুতে একদিনে চার কোটি ৮১ লাখ টাকা টোল আদায়

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ জুন ২০২৪ ১৮:৫৫; আপডেট: ২৩ জুন ২০২৪ ০৮:২৮

ছবি: সংগৃহীত

ঈদযাত্রার কারণে পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। এর প্রভাব পড়েছে টোল আদায়েও। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৪ হাজার ৩৩টি যানবাহন চলাচল করেছে। এতে টোল আয় হয়েছে ৪ কোটি ৮১ লাখ টাকার বেশি।

পদ্মা সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল) রাজন চন্দ্র বিশ্বাস জানান, টোল আদায়ের ক্ষেত্রে এটা দ্বিতীয় সর্বোচ্চ।

সেতু সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ১২টা পর্যন্ত মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পদ্মা সেতু পাড়ি দেয়। এতে সেতুর মাওয়া প্রান্তে আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্তে আয় ২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০টাকা।

এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয় ২০২৩ সালের ২৭ জুন। সেদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা, যা বর্তমানে তৃতীয় সর্বোচ্চ।

আর একদিনে সর্বোচ্চ ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট ৪৫ হাজার ২০৪টি যানবাহন পদ্মা সেতু পাড়ি দিয়েছিল।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top