পেঁয়াজের কেজি ১০০ ছুঁয়েছে!

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৮ জুন ২০২৪ ২০:১২; আপডেট: ১ জুলাই ২০২৪ ০৩:০৬

ছবি: সংগৃহীত

পেঁয়াজের কেজি ছুঁয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। আলু ৬০ টাকা। মাছ, মাংস, ডিম, সবজিসহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। নিত্যপণ্যের এমন উচ্চদামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে ১০০ টাকা পর্যন্ত। আর আলুর কেজি বছরের এ সময়ে ৩০ টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম।

৫০ থেকে ৬০ টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁচা মরিচের কেজিও ২০০ টাকার বেশি।

এমন উচ্চমূল্যের বাজারে এসে আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top