মীর সিমেন্টের বার্ষিক পরিবেশক সম্মেলন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১ ০৮:৪১; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৪:০২

ছবি-সংগৃহীত

মীর সিমেন্ট লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের খ্যাতনামা সিমেন্ট পরিবেশকরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর সিমেন্ট লিমিটেডের চির্কেটিং ফ মাঅফিসার মো. মশিউর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর গ্রুপের চিফ ফাইন্যান্স অফিসার মো. মিরাজ উদ্দিন, চিফ রিলেশনশিপ অফিসার মো. রফিকুল ইসলাম এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার জয়নাল আবেদিন।

প্রধান অতিথি মশিউর রহমান বলেন, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে আমরা প্রতি বছরই পরিবেশক সম্মেলনের আয়োজন করে থাকি। ব্যবসা সম্প্রসারণের জন্য নানা কৌশল প্রণয়নের বিষয়ে সম্মেলনে আমরা কথা বলি। এর মাধ্যমে আমাদের পণ্যকে আরও সহজলভ্য করি এবং গুণগত মান দিতে পারি। আশা করি, এভাবেই আমরা মীর সিমেন্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top