পুনর্মূল্যায়নের পর সম্পদ বেড়েছে ইস্টার্ন ব্যাংকের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১ ০৭:১৪; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:২৬

ফাইল ছবি

পুনর্মূল্যায়নের পর সাত কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ৫১৫১ টাকার সম্পদ বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, জরিপ ও পরিদর্শন কোম্পানি লিমিটেডের মাধ্যমে ইস্টার্ন ব্যাংক তাদের নিজস্ব জমি পুনর্মূল্যায়ন করেছে। এতে কোম্পানিটির জমি তথা সম্পদ ৩৯৮ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৭৮৬ টাকা থেকে বেড়ে ৪০৬ কোটি দুই লাখ পাঁচ হাজার ৩০১ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যাংকটির সম্পদ বেড়েছে সাত কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ৫১৫ টাকা।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top