করোনায় আক্রান্ত ট্রাম্প দম্পতি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২০ ১৭:৫৩; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৫:৫৭
-2020-10-02-11-52-55.jpg)
মহামারী করোনাভাইরাস সংক্রমনে এবার সংক্রমিত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। খবর দ্য গার্ডিয়ান ও সিএনএনের।
ট্রাম্প দম্পতি আক্রান্ত হওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিকস করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে এসে এই দম্পতি আক্রান্ত হলেন।
শুক্রবার (০২ অক্টোবর) এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমি ও মেলানিয়া করোনা টেস্ট করিয়েছি। আজ বৃস্পতিবার (০২ অক্টোবর) রাতে রিপোর্ট পেয়েছি। তাতে দেখা গেছে আমরা করোনা পজিটিভ। আমরা কোয়ারেন্টিনে চলে গেছি। সুস্থ হওয়ার প্রচেষ্টা শুরু করে দিয়েছি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: