তিনদিন কাটালেন হাসপাতালে
হোয়াইট হাউজে ফিরে আসলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০ ১৬:৫০; আপডেট: ৬ অক্টোবর ২০২০ ১৬:৫৫
-2020-10-06-10-49-39.jpg)
বিশ্ব মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরেছেন। খবর বিবিসির।
সোমবার (০৫ অক্টোবর) তিনদিন হাসপাতালে কাটানোর পর নিজ বাসভবনে ফিরে এসেন তিনি। একইসঙ্গে শিগগিরই নির্বাচনী প্রচারের জন্য মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন।
ট্রাম্প নিজের দেয়া এক টুইটে শারীরিক উন্নতির কথা জানান। তিনি টুইট বার্তায় ‘ভালো বোধ’ করার কারণে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হচ্ছে বলেও জানান।
এছাড়া তিনি টুইট বার্তায় লিখেন ট্রাম্প প্রশাসনের অধীনে বেশ কিছু ওষুধের উন্নয়ন ও জ্ঞানের বিকাশ সম্ভব হয়েছে। ২০ বছর আগের চেয়ে আমি এখন বেশি ভালো অনুভব করছি।
প্রসঙ্গত, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিকস আক্রান্ত হওয়ার পরের দিনই ২ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা পজিটিভ ধরা পড়ে। পরে ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে রোববার তিনি হুট করে হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হয়ে চমকে দিয়েছেন কর্মী-সমর্থকদের।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: