সাহিত্যে নোবেলের মুকুট গ্লাক লুইজের মাথায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০ ০০:১৪; আপডেট: ৯ অক্টোবর ২০২০ ০০:৩০

লুইজ গ্লাক।

সাহিত্যের নোবেল পুরষ্কারের মুকুট এবার পরানো হল মার্কিন কবি লুইজ গ্লাকের মাথায়। ২০২০ সালের সাহিত্যের নোবেলে তার নামই ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঘোষণাকারী প্রতিষ্ঠান রয়েল সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে। ১৬তম নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।

তাকে মনোনীত করার কারণ বলতে গিয়ে জানানো হয়, গ্লাকের ‘সহজবোধ্য কবিকণ্ঠ যেটি নিরাভরণ সৌন্দর্যের সঙ্গে ব্যক্তির অস্তিত্বকে সর্বজনীন করে তোলে।

সাহিত্যের জগতে গ্লাকের প্রথম পদচারণা ১৯৬৮ সালে‘ফার্স্টবর্ন’ কাব্যগ্রন্থের মাধ্যমে। এরপর দ্রুত তিনি আমেরিকান সমকালীন সাহিত্যজগতে শীর্ষস্থানীয় কবিদের মধ্যে আসন করে নেন তিনি।

নোবলে পুরষ্কারের আগে ১৯৯৩ সালে পুলিৎজার পুরস্কার এবং ২০১৪ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছিলেন গ্লাক।

এই পুরষ্কারে গ্লাকের উত্তরসূরী অস্ট্রিয়ার লেখক পিটার হান্ড। আর ২০১৮ সালে পেয়েছিলেন, পোল্যান্ডের লেখক ওলগা তোকার্তুক।

সুইডিশ অ্যাকডেমী ক্রমাগত ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে আসছে। এর আগে সোমবার চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। খবর-যুগান্তর

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top