পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনায় ইরানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০ ০০:৩৫; আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ০০:৫০

ফাইল ছবি

পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে দেশটির সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। 

সন্ত্রাসবাদের বিরুদ্ধে  সবাইকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহবান জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহের দেয়া বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, মদদদাতা, সমর্থক এবং অর্থ ও অস্ত্র সরবরাহ কার্যক্রমের বিরুদ্ধে এই অঞ্চলের সবগুলো দেশকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাকিস্তানে ঘটে যায় এক সন্ত্রাসী ঘটনা। বেলুচিস্তান প্রদেশের গোয়াদার জেলা এবং উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় দুটি আলাদা হামলায় পাকিস্তানে ১২ সেনা নিহত হয়েছেন। 

সন্ত্রাসীরা এই দিন দেশটির রাষ্ট্র পরিচালিত তেল এবং গ্যাস উন্নয়ন কোম্পানির একটি বহরের ওপর হামলা চালায়। এতে এসব সেনা নিহত হন। খবর-যুগান্তর

  • এসএইচ

 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top