১৭ লাখ আফগান শরণার্থীকে নভেম্বরের মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ

রাজ টাইমস | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ১২:৩৪; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:২৮

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বসবাসরত প্রায় ১৭ লাখ আফগান শরণার্থীকে আগামী নভেম্বর মাসের মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। সংবাদ বিবিসির।

এতে বলা হয়, চলতি বছর সীমান্তে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনাও বাড়তে থাকে। এসব হামলার জন্য আফগানিস্তান-ভিত্তিক সক্রিয় গোষ্ঠীকে দায়ী করে আসছে পাকিস্তান।

গতকাল মঙ্গলবার 'অবৈধ' অভিবাসীদের বিরুদ্ধে এই ক্র্যাকডাউনের ঘোষণা দেয় পাকিস্তান।

একে 'অগ্রহণযোগ্য' উল্লেখ করে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তালেবান সরকার।

তালেবান শাসকরাও পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা বার বার অস্বীকার করে আসছে।

গত সপ্তাহে আফগানিস্তানের সীমান্তবর্তী মাস্তুং শহরের একটি মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হন।

গতকাল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি 'অবৈধ' আফগানদের বিরুদ্ধে ক্র্যাকডাউনের ঘোষণা দেন, যদিও এসময় বেলুচিস্তান প্রদেশে অপর এক হামলার কথা তিনি সরাসরি উল্লেখ করেননি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top