বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে গাজার এক লাখ ৩৭ হাজার বাসিন্দা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ ১৬:৪১; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:২১

ছবি: আনাদোলু এজেন্সি

ইসরায়েলের সর্বাত্মক হামলায় বাড়ি ছেড়ে ৮৩টি স্কুলে আশ্রয় নিয়েছেন গাজার এক লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। এছাড়া আরো অর্ধ লাখ মানুষ বাড়ি ছেড়ে গেছেন।

গতকাল সোমবার (৯ অক্টোবর) এ তথ্য দিয়েছে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে যে ইসরায়েলি বিমান হামলার কারণে এ সংখ্যা ক্রমাগত বাড়ছে।

হামলার কারণের ইউএনআরডব্লিউএ’র ত্রাণ বিতরণ ব্যাহত হচ্ছে। তারা জানিয়েছে, বাধ্য হয়ে ১৪টি খাদ্য বিতরণ কেন্দ্র বন্ধ করেছে। এতে ৫ লাখ মানুষ অত্যাবশ্যক খাদ্য সহায়তা পাচ্ছে না।

এদিকে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, খান ইউনিস শহরের পূর্বে চারটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এছাড়া গাজা উপত্যকার বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের হামাস গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করে। রকেট নিক্ষেপের পাশাপাশি তারা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে প্রবেশ করে। তারা বলছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ নিয়ে ইসরায়েলি আচরণ ও ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় এই আকস্মিক হামলা।

প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ‘অপারেশন সোর্ডস অব আয়রন’ শুরু করেছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৭০৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪৩ শিশু ও ১০৫ জন নারী রয়েছে। গাজা-ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আহতের সংখ্যা বেড়ে প্রায় চার হাজারে দাঁড়িয়েছে।

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লড়াইয়ে অন্তত ৯০০ ইসরায়েলি নিহত ও দুই হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top