রাশিয়ায় ১০০০ কনটেইনার যুদ্ধাস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩ ২৩:১৩; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৯:৪১
-2023-10-14-23-13-11.jpg)
রাশিয়ায় এক হাজার কনটেইনার যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) ওয়াশিংটন এ তথ্য জানিয়েছে। খবর এপি।
ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা নতুন নয়। একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ সাম্প্রতিক নানা বিষয়ে তা দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলে আসছিল। এর মাঝে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে অস্ত্র সরবরাহের খবর আসে।
গত মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক সাইট পরিদর্শনের পর এ অস্ত্র চুক্তি করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়া অস্ত্রের বিনিময়ে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি বৃদ্ধিতে মস্কোর প্রযুক্তি প্রত্যাশা করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি।
এ বিষয়ে কিছু ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। যেখানে দেখা যায়, অস্ত্রের কনটেইনারগুলো রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজে উঠানো হচ্ছে। ওয়াশিংটনের দাবি ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মধ্যে অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চিঠি আদান–প্রদান করেছেন। ওই চিঠিতে উভয় দেশের সম্পর্ক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতা।
জন কিরবি উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) ব্যবহার করে বলেন, আমরা এর নিন্দা জানাই।
নতুন এ সরবরাহের কারণে ইউক্রেনে রাশিয়ার হামলা আরো দীর্ঘস্থায়ী হবে বলে মনে করেন মার্কিন এই কর্মকর্তা।
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা না করার জন্য চীনসহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে অনেকবার সতর্ক করেছে ওয়াশিংটন।
আপনার মূল্যবান মতামত দিন: