মিনিটে একজন করে ভর্তি হচ্ছে গাজার হাসপাতালে

রাজ টাইমস | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩ ০৮:৫২; আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ০৮:৫৩

মিনিটে একজন করে ভর্তি হচ্ছে গাজার হাসপাতালে। ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলায় গাজার মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। বর্তমানে গাজার হাসপাতালগুলোতে প্রতি মিনিটে একজন করে আহত রোগী আসছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার পরিস্থিতি এমন, যেখানেই চোখ যাচ্ছে বড় বড় বিল্ডিং, অল্প উচ্চতার ভবনগুলোকে মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ধ্বংস্তুপের ভেতর থেকে মানুষ উদ্ধার করা হচ্ছে- জীবিত বা মৃত। আহতের সংখ্যাও ব্যাপক। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি মিনিটে একজন করে রোগী ভর্তি হচ্ছে চালু থাকা হাসপাতালগুলোয়।

কিন্তু এসব হাসপাতালে চিকিৎসা দেয়া আর সম্ভব হবে না। কারণ, প্রতিষ্ঠানগুলোয় বিদ্যুৎ না থাকায় সেবা ব্যাহত হচ্ছে। তাদের কাছে বর্তমানে যতটুকু জ্বালানি রয়েছে, সেটিও শেষের পথে। কয়েকঘণ্টার মধ্যে এসব জ্বালানি শেষ হয়ে যাবে। জাতিসংঘের মানবিক কার্যালয় এ তথ্য প্রকাশ করেছে।


গাজার কর্মকর্তারা বলছেন, যারা এখনও অক্ষত অবস্থায় আছেন তারা বিশুদ্ধ পানি পান করতে পারছেন না। গাজায় বিদ্যুৎ-পানি-খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সব সুবিধা ইসরায়েলিরা বন্ধ করে দিয়েছে।

প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত দশম দিনে গড়িয়েছে। এ পর্যন্ত দুপক্ষের ৪ হাজার ১০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে গাজার ২ হাজার ৭০০ জন এবং ইসরাইলের ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

গাজার উদ্ধারকর্মীরা জানিয়েছে, ইসরাইলের বোমা হামলায় গাজায় ধসে পড়া ভবনের নিচে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

সূত্র: আল জাজিরা

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top