গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮ হাজার ছাড়িয়েছে
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১২:১৬; আপডেট: ১২ মে ২০২৫ ২২:৫৭
-2023-10-29-12-15-59.jpg)
গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সূত্র বলেছে, ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এদের অর্ধেকই শিশু। শনিবার নিহতের সংখ্যা সাত হাজার ৭০৩ বলে জানানো হয়েছিল।
এদিকে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ করতে হামাস শুক্রবার আন্তর্জাতিক মহলকে ‘অবিলম্বে পদক্ষেপ’ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে হামলা জোরদার করার পর তারা এই আহ্বান জানালো।
হামাসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরব ও মুসলিম দেশগুলো এবং আন্তর্জাতিক মহলকে আমাদের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ এবং ধারাবাহিক গণহত্যা বন্ধ করতে অবিলম্বে দায়িত্ব এবং পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’
অন্যদিকে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে মানবিক অস্ত্র বিরতির আহ্বান সংবলিত একটি প্রস্তাব পাস হয়েছে। ১৯৩ সদস্যের পরিষদে ২২টি আরব দেশের আনা প্রস্তাবটি ১২০-১৪ ভোটে পাস হয়েছে। ৪৫টি দেশ ভোট দানে বিরত ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরাইল না ভোট দেয়।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে 'অপারেশন আল-আকসা স্ট্রম' শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : এএফপি
আপনার মূল্যবান মতামত দিন: