তুরস্কের পার্লামেন্ট থেকে বাদ পড়ল কোকা কোলা-নেসলে পণ্য
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩ ১২:০৪; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৮:২০
-2023-11-08-12-04-20.jpg)
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে এবার শুরু থেকেই সোচ্চার তুরস্ক। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর এবার তুরস্কের পার্লামেন্ট প্রাঙ্গণের সব দোকানে বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা ও নেসলের পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে এ পণ্যগুলোর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে তুর্কি পার্লামেন্ট। খবর রয়টার্স।
দেশটির পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য সংসদ ক্যাম্পাসের রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া এবং টি হাউসে বিক্রি করা হবে না।‘
তুরস্কের স্পিকার নুমান কুর্তুলমাস এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, "গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ (এবং) নিরীহ মানুষ হত্যা সত্ত্বেও প্রকাশ্যে তাদের সমর্থন করা সংস্থাগুলির পণ্য বয়কট করার বিষয়ে জনগণের দাবির মুখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।“
বিবৃতিতে নির্দিষ্ট কোন পণ্যের নাম উল্লেখ না করা হলেও পার্লামেন্টের একটি সূত্রের মাধ্যমে রয়টার্স জানতে পারে যে, প্রতিষ্ঠান দুটি হলো কোকাকোলা ও নেসলে। খাদ্যতালিকা থেকে কোকাকোলার পানীয় ও নেসলের কফি বাদ পড়েছে।
তুরস্কের পার্লামেন্টের ওই সূত্র রয়টার্সকে আরও জানায় যে, জনরোষের মুখে চুপ থাকতে না পেরে স্পিকার কার্যালয় পার্লামেন্টের ক্যাফে ও রেস্তোরাঁয় এসব প্রতিষ্ঠানের পণ্য বিক্রি বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা অনেক পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছেন তুরস্কের অধিকারকর্মীরা। এসব প্রতিষ্ঠানের মধ্যে কোকাকোলা ও নেসলে শুরুর দিকেই রয়েছে।
গাজায় যুদ্ধে ইসরায়েলকে সমর্থনের অভিযোগে এসব পণ্য ও কোম্পানি বর্জনের প্রচার চলছে অনেক দেশেই।
আপনার মূল্যবান মতামত দিন: