মার্কিন নির্বাচন: অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রস্তুত নিরাপত্তা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০ ২০:৫১; আপডেট: ৩ নভেম্বর ২০২০ ২০:৫৪

পেনসেলভেনিয়া রাজ্যে সতর্ক অবস্থানে পুলিশ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রস্তুত দেশটির নিরাপত্তা বাহিনী। 

টাম্পা পুলিশ প্রধান ব্রেন ঢুগান বলেন, কিছু একটা ঘটবে এমনটাই আমাদের তাড়া দিচ্ছে এবং উদ্বেগের মধ্যে রেখেছে।

দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একেবারে নিউইয়র্ক থেকে লস এঞ্জেল পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশী আইনশৃংখলা সদস্য মোতায়েন করা হয়েছে।

কিছু পুলিশ অফিসারের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন পরিস্থিতি ভীত করে তুলছে।

দশ মিলিয়নের ও অধিক লোকের ভোট ইতিমধ্যে নেয়া হয়েছে।

এদিকে, গত শুক্রবার ট্রেক্সাসে ভোটকেন্দ্রের আশেপাশে ট্রাম্পের সমর্থকরা চারদিকে তাদের গাড়ি দিয়ে কেন্দ্রকে ঘিরে শ্লোগান দিতে দেখা গিয়েছিল।

ভোটকেন্দ্রের আশেপাশে সমর্থকদের চিৎকার বেআইনি না হলে ওতে অবৈধ ভোটাররা সুযোগ নিতে পারে।

ক্রিস্টেন ক্লার্ক, সিভিল ল আইনফোরামের প্রধান, তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন হুমকি-ধামকির তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ফ্লোরিডায় কেন্দ্রের আশাপাশে গোপন অবস্থান হুমকি হিসেবেই ধরা হয়।

ব্রোয়ার্ডে নির্বাচনী অফিসারদের কাছে কিছু অভিযোগ এসেছে তবে তা বেশ গুরুতর নয় এমনটাই জানান রাজ্যটির নির্বাচনী তত্বাবধায়ক স্টিভ ভানকোর।

থেরেসা বারবেরা, যিনি ফ্লোরিডায় পাম বিচ পুলিশের মুখপাত্র তিনি জানান, তার কাছে ও বিভিন্ন অভিযোগ এসেছে তবে তা গুরুতর নয়।

সূত্র-দ্য ওয়াশিংটন পোস্ট 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top