জর্জিয়ার ফুলটনে দশ হাজার কাস্টহীন ব্যালট গণনা হতে বাকি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ২১:৫১; আপডেট: ৩০ জানুয়ারী ২০২৬ ২১:২৩

জর্জিয়ার ফুলটন কাউন্টিতে চলছে ভোট গণনা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০টি ইলেকটোরাল ভোট অর্জনের কাছাকাছি জো বাইডেন। ছয়টি অঙ্গরাজ্যের নির্বাচন শেষের দিকে।

নির্বাচনের ফলাফলে চাবিকাঠির কাজ করা পেলসেনভেনিয়া আজ ভোট গণনা শেষ নাও হতে পারে।

জর্জিয়া প্রদেশের বড় একটি বিভাগ ফুলটনে এখনো ১০ হাজারের ও বেশী ভোট কাস্টিং হতে বাকি। তবে ফুলটনের নির্বাচন পরিচালক রিকার্ড ব্যারন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।

তবে রাতের মধ্যেই ভোট গণনা শেষ হবে বলে জানান তিনি। বর্তমানে ঘন্টায় তিন হাজার করে ভোট গণনা করা হচ্ছে।

ফুলটন বিভাগটি ডেমোক্রেটিকদের ঘাঁটি বলে জানা গেছে।

কাস্টকৃত ভোট গণনা করার পর অনুপস্থিত ভোট গণনা করা হচ্ছে। তবে কাস্টহীন ভোট গুলো মিলিটারিতে কর্মরতদের বলেই ধারনা করা হচ্ছে।

সূত্র-সিএনএন

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top