রিপাবলিকানদের উপর চটেছেন ট্রাম্প পুত্রদ্বয়

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০ ২১:৩৩; আপডেট: ২০ মে ২০২৪ ২১:৫৫

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। (ফাইল ছবি)

এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের কর্মী সমর্থকদের উপর চটেছেন তার দুই ছেলে।

তাদের অভিযোগ, বাবার অনিশ্চিত পরিস্থিতিতে দৃঢ় সমর্থন দেখাতে পারে নি ট্রাম্প সমর্থক ও কর্মীরা।

ট্রাম্পের দুই ছেলে দুইটে তাদের এই ক্ষোভ ঝাড়েন।

রিপাবলিকানদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন তাদের দল ‘দুর্বল’ হয়ে পড়ছে। রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে টুইটারে তিনি লিখেছেন– 'ইচ্ছা ও লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের। কিন্তু উল্টো দেখা যাচ্ছে, গণমাধ্যমের সামনে তারা মুষড়ে পড়ছে।'

তবে সবাইকে হতাশ না হওয়ার আহবানও জানান তিনি।

অন্যদিকে, সবাইকে মেরুদণ্ড সোজা রাখার আহবান জানিয়ে এবং সমর্থকদের প্রতি উষ্মা প্রকাশ করে এরিক ট্রাম্প বলেছেন, ‘কোথায় রিপাবলিকানরা! কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত। এই জালিয়াতির বিরুদ্ধে লড়ো। এই সময়ে ভেড়া হয়ে থাকলে আমাদের ভোটাররা আপনাদের কখনই ভুলবে না।’

চলমান মার্কিন নির্বাচনে জয়ের বন্দরের কাছাকাছি ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৫ রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। ২৭০-এর সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেকটোরাল দূরে আছেন বাইডেন।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top