ইউক্রেনজুড়ে সামরিক স্থাপনায় রাশিয়ার মিসাইল বৃষ্টি, নিহত বহু
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩ ২১:১৬; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২১:১৮

ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা ও সামরিক যানকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। একযোগে চালানো এসব হামলায় ব্যবহার করা হয় ড্রোনও।
শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এদিকে ইউক্রেন জানিয়েছে, এ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কস্টিন অভিযোগ করেন, রাশিয়া বেসামরিকদের টার্গেট করছে। এখন পর্যন্ত ৯৭ জন আহত হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে স্কুল, হাসপাতাল ও আবাসিক ভবন। তিনি বলেন, এই যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে। আবারও রাশিয়া তার সহিংস ও সন্ত্রাসী চরিত্র প্রকাশ্যে আনলো।
তবে রাশিয়া জানিয়েছে, তাদের হামলার টার্গেট ছিল শুধুমাত্র সামরিক স্থাপনা। তারা এয়ারফিল্ড, আর্টিলারি মিউনিশন, নাভাল ড্রোন, অস্ত্র এবং সামরিক বাহিনীর জন্য সরবরাহকৃত জ্বালানির ওপর হামলা চালিয়েছে। এছাড়া ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করেও হামলা চালানোর কথা জানিয়েছে মস্কো।
সবগুলো হামলাই সফল হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, রাশিয়া মোট ১৫৮টি হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেন, আমরা এর আগে একসঙ্গে এত এত মিসাইল হামলা দেখিনি।
রাশিয়ার এমন হামলা নিয়ে বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে মনে করিয়ে দিচ্ছেন যে, তিনি চাইলেই গোটা ইউক্রেনে হামলা চালাতে পারেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা পেয়েছে ইউক্রেন। এই সহায়তা এসেছে আকাশ প্রতিরক্ষার উন্নয়নেই। তবে রাশিয়ার হামলা ঠেকাতে তেমন ভূমিকা রাখতে পারেনি এগুলো।
দেশটির বিমান বাহিনী জানিয়েছে, এর আগে কখনও ইউক্রেনের রাডারে একসঙ্গে এত ইনকামিং মিসাইল সনাক্ত হয়নি। রাশিয়া প্রায়ই ইউক্রেনজুড়ে বিভিন্ন টার্গেটে একসঙ্গে মিসাইল বৃষ্টি চালায়। তবে সর্বশেষ এ হামলাকে বলা হচ্ছে নজিরবিহীন।
আপনার মূল্যবান মতামত দিন: