লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ অভিবাসীর প্রাণহানি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০ ২৩:০৭; আপডেট: ২০ মে ২০২৪ ১৯:১৬

ফাইল ছবি

লিবিয়া উপকূলে নৌকাডুবি হয়ে প্রাণ হারিয়েছে ৭৪ জন অভিবাসী।

প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)।

নৌকাটিতে মোট ১২০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির খোমস উপকূলীয় এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে ৪৭ জনকে জীবিত উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড। এতে অন্তত মারা যান ৭৪ জন। মারা যাওয়াদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

আইওএম এর তথ্য মতে, ১ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৮টি নৌকাডুবির ঘটনা ঘটল।

দুর্ঘটনার শিকার হওয়া এসব অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম লক্ষ্য ছিল ইতালি। প্রতি বছর বহু মানুষ এ দেশটিতে অবৈধ উপায়ে প্রবেশ করেন।

ইতালির সরকারি সূত্রে জানা গেছে, এ বছর ৩১ হাজার শরণার্থী দেশটিতে প্রবেশের চেষ্টা করে। যা, গত বছরের চেয়ে ১০ হাজার বেশি।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top