লেবাননে ইসরাইলের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১০ মার্চ ২০২৪ ১৬:১২; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৩:০৫

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের সদস্য রয়েছেন চারজন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৯ জন।
রোববার (১০ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে এবং এতে অন্তত পাঁচজন নিহত ও আরও নয়জন আহত হয়েছেন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, খিরবেত সেলম এলাকায় একটি বাড়িতে চালানো ওই হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং অন্য একজন ব্যক্তি রয়েছেন। নিহত ওই মা গর্ভবতী ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: