গাজা ইস্যুতে ভুল করছেন নেতানিয়াহু: বাইডেন

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪ ১৬:১৪; আপডেট: ১ মে ২০২৪ ১১:২২

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভুল করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জাতীয় স্বার্থের আগে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, আমি মনে করি নেতানিয়াহু যা করছেন সেটা ভুল। আমি তার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নই।

সম্প্রতি গাজায় ত্রাণকর্মীদের ওপর হামলা চালায় ইসরায়েল। এতে সাতজন কর্মী নিহত হয়েছেন। এঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন বাইডেন।

তার এই সাক্ষাৎকার ধারণ করা হয় গত সপ্তাহে। কিন্তু প্রকাশ করা হয় মঙ্গলবার (১০ এপ্রিল)।

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৯৯৩ জন।

এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন জোরালো আলোচনা চলছে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, রাফায় অভিযানের জন্য একটি তারিখ ঠিক করা হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, যুদ্ধে জয়ের জন্য রাফায় অভিযান অপরিহার্য। যদিও ১৫ লাখের বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন।

সূত্র: আল-জাজিরা




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top