রাফায় বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয় : হোয়াইট হাউস

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১০ মে ২০২৪ ১০:০৬; আপডেট: ২০ মে ২০২৪ ১৯:১৬

- ছবি - ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে গাজার রাফায় বড় ধরনের অভিযান চালিয়েই ইসরাইলের পক্ষে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে হারানো সম্ভব নয়। হোয়াইট হাউস এ মন্তব্য করেছে বলে রয়টার্স জানিয়েছে।

সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মুখপাত্র জন কিরবি বলেন, 'তার মতে রাফা গুঁড়িয়ে দেয়া হলেও হামাসকে ধ্বংস করার ইসরাইলের লক্ষ্য অর্জিত হবে না।

কিরবি বলেন, হামাসের ওপর ইসরাইল ব্যাপক চাপ সৃষ্টি করেছে। বেসামরিক নাগরিকদের ওপর প্রবল ঝুঁকি সৃষ্টি করে- এমন অভিযানের চেয়ে গ্রুপটির নেতৃত্বের ওপর এমন চাপ সৃষ্টিই অনেক ভালো উপায়।

তিনি বলেন, 'আমরা ইসরাইল থেকে সরে যাচ্ছি কিংবা আমরা হামাসকে পরাজিত করতে সহায়তা করতে আগ্রহী নয় বলে যেসব কথা বলা হচ্ছে তা বাস্তবতাপূর্ণ নয়।'

তিনি বলেন, 'আমরা এখনো বিশ্বাস করি, সামনে এগুনোর একটি পথ আছে। তবে উভয়পক্ষের নেতৃত্বকে তা অবলম্বন করতে হবে।'

তিনি বলেন, একটি চুক্তিতে সই করার জন্য উভয় পক্ষের নৈতিক সাহস থাকা দরকার।

কিরবি বলেন, রাফায় বড় ধরনের স্থল হামলার বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল আলোচনা চলছে।

তিনি বলেন, 'ইসরাইলকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।'

তিনি বলেন, ইসরাইল রাফায় অভিযান চালাবে না, এটা আশা করছি।

সূত্র : ডন



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top