ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে জাতিসংঘের বিশেষজ্ঞরা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৫ জুন ২০২৪ ১৪:১২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:৩২

সোমবার জেনিভায়, জাতিসংঘের ২০ জনেরও বেশি বিশেষজ্ঞ এক যৌথ বিবৃতিতে, সংশ্লিষ্ট সকল দেশের প্রতি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে হবে। আর এভাবেই ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং স্বশাসন ও উন্নয়নের অধিকার নিশ্চিত করা সম্ভব।
বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনের স্বীকৃতি মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের পূর্বশর্তও বটে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং গাজার দক্ষিণাঞ্চলের রাফায় আর কোনো সামরিক হামলা না-চালাতে ইসরাইলের প্রতি দাবিও জানানো হয় বিবৃতিতে।
এদিকে, জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি তাই পিং সংশ্লিষ্ট এক বৈঠকে বলেন, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ সমর্থন অত্যন্ত জরুরি
আপনার মূল্যবান মতামত দিন: