সোনিয়া গান্ধী ফের কংগ্রেসের সংসদীয় দলের সভাপতি

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৯ জুন ২০২৪ ২০:৪৯; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৭

ছবি: সংগৃহীত

আবারও ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী।

শনিবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এরপর সেই নামে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সব কংগ্রেস সংসদ সদস্য।

শনিবার চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সোনিয়া আমাদের দিকনির্দেশক। তিনি পুনরায় সংসদীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়া আমাদের কাছে অত্যন্ত আনন্দের।

এদিকে শনিবার দিল্লিতে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়েছে। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১০ শতাশং আসন পেতেও ব্যর্থ হয় কংগ্রেস। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। কংগ্রেস ৯৯টি আসনে জয়লাভ করে। ফলে ১০ বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে কংগ্রেস।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top