চীনে শীততাপ নিয়ন্ত্রিত ট্রাকে শ্বাসরোধে ৮ জনের মৃত্যু
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৭ জুন ২০২৪ ১৯:৪৯; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৪৩

চীনের হেনান প্রদেশে গতকাল রোববার ভোরে একটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রাকে শ্বাসরোধে আট জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় তদন্ত দল এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, ৮ জন গাড়ির ইনসুলেটেড কম্পার্টমেন্টে ছিলেন। যা নিয়মের পরিপন্থী। ইয়েক্সিয়ান কাউন্টির হংঝুয়াংইয়াং টাউনশিপে শনিবার রাত ১০টার দিকে গাড়িটি একটি গ্যাস স্টেশনে পৌঁছালে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।
পরবর্তী সময়ে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রোববার ভোর ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ইতমধ্যে গাড়ির চালক এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মীদের আটক করা হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: