প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে মালদ্বীপে মন্ত্রী গ্রেফতার
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৭ জুন ২০২৪ ২৩:২৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৪৭

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ওই মন্ত্রীর নাম ফাথিমাত শামনাজ আলী সালিম। তিনি দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী।
এনডিটিভি জানিয়েছে, মালদ্বীপের পুলিশ দেশটির একজন পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে দেশটির স্থানীয় মিডিয়া জানিয়েছে, প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার জন্য তাকে অভিযুক্ত করা হয়।
সূত্র : এনডিটিভি
আপনার মূল্যবান মতামত দিন: