পূর্ব খান ইউনিস খালি করার নির্দেশ ইসরাইলের

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১ জুলাই ২০২৪ ২২:৫০; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১০:৩২

ছবি: সংগৃহিত

গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের জরুরি ভিত্তিতে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

সামরিক বাহিনীর আরবি-ভাষার মুখপাত্র আভিচায় আদ্রাই এক এক্সবার্তায় পূর্ব খান ইউনিসবাসীকে লক্ষ্য করে বলেছেন, ‘নিরাপত্তার জন্য আপনাকে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে হবে।’

তবে মানবিক অঞ্চল বলতে কোন এলাকাকে বুঝানো হয়েছে, সেটি তিনি স্পষ্ট করেননি। তবে সম্প্রতি ফিলিস্তিনিদের আল-মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে। কিন্তু ওই ক্যাম্প সিটিতে বারবার হামলা হচ্ছে।

এই ধরনের উচ্ছেদ আদেশ সাধারণত ইসরাইলি সৈন্য এবং ট্যাঙ্ক দ্বারা আসন্ন স্থল হামলার ইঙ্গিত দেয়। যেমন উত্তর গাজা শহরের শুজাইয়া জেলায় গত সপ্তাহে শুরু করা অভিযানের শুরুতেও এমন নির্দেশ দেয়া হয়েছিল।

সূত্র : আল জাজিরা



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top