ইসরাইলের হাতে নাসরুল্লাহর মৃত্যু, খুশি বাইডেন, ইরানের শোক!
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:২৭

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকে বিজয় হিসেবে দেখছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, নাসরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এদিকে, হত্যার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে, ফিলিস্তিনের হাজারো বাসিন্দা। অন্যদিকে, লেবাননে আরো হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখ লেবাননবাসী।
মধ্যপ্রাচ্যে একের পর এক ইরান সমর্থিত নেতাদের হত্যা করে বিজয় উল্লাস করছে ইসরাইল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যাকে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেন ইসরাইলের প্রধানমন্ত্রী। বলেন, তাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য ফিরে এসেছে। এই বিজয়ে ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতানিয়াহু।
নাসরুল্লাহকে হত্যায় শুধু ইসারাইলের প্রধানমন্ত্রী নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাইডেন দাবি করেন, নাসরুল্লাহর হাতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও লেবাননের হাজারো সাধারণ মানুষ নিহত হয়েছে। তাই নাসরুল্লাহকে হত্যা ইসরাইলের জন্য একটি ন্যায়বিচারমূলক পদক্ষেপ। তবে লেবাননে আবারো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
হিজবুল্লাহ নেতা হত্যায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের প্রসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হাসান নাসরুল্লাহকে হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে। মধ্যপ্রাচ্যে একের পর এক নেতা হত্যায় সতর্ক অবস্থানে ইরান। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। নাসরুল্লাহ হত্যায় পাঁচদিনের শোক ঘোষণা করেছে ইরান।
লেবাননেও চলছে শোক। দেশটিতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে। এদিকে, নাসরুল্লাহকে হত্যা করেই থেমে নেই ইসরাইল। লেবাননে দফায় দফায় চালাচ্ছে বিমান হামলা। শনিবার ইসরাইলি হামলায় লেবাননে নিহত হয়েছে ৩৩ বেশির মানুষ। আহত হয়েছে দুই শতাধিক। এতে নিহত সংখ্যা বেড়ে প্রায় আটশো হয়েছে। চলছে স্থল অভিযানের প্রস্তুতি। এই পরিস্থিতিতে নিরীহ লেবাননবাসী বাড়িঘর ছেড়ে রাস্তায় দিন কাটাচ্ছে। ইতোমধ্যে বাস্তুচ্যুত বাসিন্দার সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। সিরিয়ায় আশ্রয় নিয়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ।
আপনার মূল্যবান মতামত দিন: