আরো দুটি ইসরায়েলি ট্যাংক ও অত্যাধুনিক ড্রোন ধ্বংস
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪ ২১:২৪; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১২:০৭

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের দখলদার বাহিনীর বিরুদ্ধে আরো কয়েকটি প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। এতে বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল বাহিনী।
হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল দিয়ে মঙ্গলবার খিয়াম শহরে ইসরাইলের দুটি মারকাভা ট্যাংক ধ্বংস করে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের সাহসী এবং সম্মানজনক প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে ও লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করতে মঙ্গলবার বিকেলে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আল-খিয়াম শহরের দক্ষিণে হামামেস এলাকায় একটি মারকাভা ট্যাংক ধ্বংস করে।
এতে গাইডেড মিসাইল দিয়ে ট্যাংকে হামলা চালানো হয় এবং এর ফলে ট্যাংকের ভেতরে থাকা ক্রু ও সেনারা সবাই হতাহত হয়েছে।
পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের হামলায় একই স্থানে দখলদারদের আরেকটি মারকাভা ট্যাংক ধ্বংস হয়েছে।
এদিকে, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের মার্জেউন এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদীদের অত্যাধুনিক হারমেস-৯০০ মডেলের ড্রোন ধ্বংস করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: