গাজায় তিন ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৫ ১৪:০২; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ২১:০৭

দখলদার ইসরায়েলকে সহযোগিতা করায় গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ।
বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম ‘গাজা নাউ’ মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে।
ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে ‘গাজা নাউ’ টিভির ১৭ লাখ ফলোয়ার রয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে এই সংবাদমাধ্যম। এতে দেখা গেছে, হামাসের কয়েক ডজন যোদ্ধা, যাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই তিনজনই ফিলিস্তিনি। কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করেছেন তারা।
ভিডিওটির শিরোনামে লেখা হয়, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত। যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: