করোনা সংক্রমনে শোচনীয় পরিস্থিতির মুখে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ আগস্ট ২০২০ ২২:১০; আপডেট: ২ আগস্ট ২০২০ ২৩:০৬

ফাইল ছবি

ইউরোপ এবং আমেরিকা জুড়ে করোনার একচেটিয়া দাপট চললেও তুলনামূলক এশিয়ার অবস্থান ভালো। কিন্তু দ্বীতিয় ধাপে করোনার সংক্রমনের ঢেউয়ে বেহালদশা ভারতের।

প্রতিদিনই রেকর্ড সংখ্যক আক্রান্ত হচ্ছে দেশটিতে। গত এক সপ্তাহ ধরে এমন উর্ধ্বমুখী সংক্রমন দেশটিতে।

পূর্বের সব রেকর্ড ছাপিয়ে শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয় ৫৫ হাজার ৭৮ জন,যা ছিল ওইদিন যাবৎ দেশটিতে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। পরেরদিনই দেশটিতে নতুন করে একদিনে সর্বোচ্চ ৫৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। খবর সংবাদ সংস্থা এএনআই এর।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ১১৭ জন। এদিন মারা গেছেন ৭৬৪ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ ছাড়িয়েছে।

আক্রান্তের দিক দিয়ে ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের পরেই অবস্থানে রয়েছে ভারত।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমিত মহারাষ্ট্র রাজ্যে মারা গেছে ১৪ হাজার ৯৯৪ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে ৩ হাজার ৯৬৩ জনের। ৩ হাজার ৯৩৫ জনের মৃত্যু নিয়ে তালিকার তৃতীয় স্থানে তামিলনাড়ু। গুজরাটে ২ হাজার ৪৪১ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এছাড়া কর্নাটকে ২ হাজার ৩১৪ জন, উত্তরপ্রদেশে ১ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে।

আর্ন্তজাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১৭ লাখ ৫৪ হাজার ১১৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৪১৫ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৮ হাজার ১০৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি কেরালা রাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই হিসাবে ১৮৩ দিন পর আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়ালো।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top