২৩ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মায়ানমার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৩; আপডেট: ৩১ জানুয়ারী ২০২৬ ০০:৩২

ফাইল ছবি

মায়ানমারের সেনা শাসিত সরকার মুক্তি দিচ্ছে ২৩ হাজারেরও বেশি বন্দিকে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেশটির সামরিক সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিনিয়র জেনারেল মিন অং লাইংয়ের বন্দিদের মুক্তির ঘোষণা দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া হয়েছে।

সরকার প্রদত্ত ঘোষণায় বলা হয়েছে, ষ্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল... জেল, কারাগার, এবং ক্যাম্পের ২৩ হাজার ৩১৪ জন বন্দির সাজা মওকুফ করেছে।

আরো বলা হয়েছে, মিয়ানমার শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ যখন একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তখন বন্দিদের নির্দিষ্টভাবে ভদ্র নাগরিক হিসেবে পরিণত করতে, জনগণকে সন্তুষ্ট করতে এবং মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে।

প্রসঙ্গত, মিয়ানমারের জান্তা সরকার গত ১ ফেব্রুয়ারি দেশটিতে অভ্যুত্থান ঘটায়।

 

এসএইচ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top