ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০২:২১; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:৪৩
ভারতের তামিলনাড়ুর একটি বেসরকারি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। এনডিটিভির ররাতে এ খবর প্রকাশ করেছে জাগো নিউজ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তামিলনাড়ুর বিরুধুনগর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে।
পুলিশ জানিয়েছে, আতশবাজি তৈরির জন্য কিছু রাসায়নিকের মিশ্রণের সময় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ করছে।
সূত্র: জাগো নিউজ
বিষয়: ভারতে কারখানায় বিস্ফোরণ নিহত
আপনার মূল্যবান মতামত দিন: