করোনার সৌদি আরবে বন্ধ পাঁচ মসজিদ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০২:১৯; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:২৭

করোনার সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের কারণে সৌদি আরবের রিয়াদ এবং রিজেন শহরের পাঁচটি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার মসজিদগুলো বন্ধ করা হয় বলে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রীর বরাতে সাবাক নিউজ জানিয়েছে।
খবরে বলা হয়, গত ছয় দিনে ৫৭টি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ করার পর সেখানে সেনিটাইজসহ সব বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যার মধ্যে ৪৪টি মসজিদ খুলে দেয়া হয়েছে।
মসজিদ বন্ধ রাখার বিষয়ে ইসলামবিষয়ক মন্ত্রী বলেন, কোনো এলাকায় যখন অনেক আক্রান্তের খবর আমরা নিশ্চিত হই, তখনই ওই এলাকার মসজিদ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করায় ইতিমধ্যে ৪৪টি মসজিদ ফের খুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে নামাজের জামাতে ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এর মধ্যে অন্যতম হলো, বাসা থেকে ওজু করে মুসল্লি নিজের জায়নামাজ সঙ্গে নিয়ে আসবে। এছাড়া দুই মুসল্লির মাঝে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
এদিকে করোনার সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধের মেয়াদ ২০ দিন বাড়িয়েছে সৌদি।
স্থানীয় সময় রোববার রাত দশটা থেকে সতর্কতামূলক এই পদক্ষেপ কার্যকর হবে বলে আরব নিউজ জানিয়েছে।
এ সময় সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আপনার মূল্যবান মতামত দিন: