১৩০ দেশ পায়নি একটা ভ্যাকসিনও

টিকার ৭৫ শতাংশই দখলে রেখেছে ১০ দেশ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৯; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২০:৩১

জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস জানিয়েছেন, বিশ্বের ১৩০ দেশ এখনও করোনার টিকার একটি ডোজও পায়নি।

অন্যদিকে মাত্র ১০ দেশ সব টিকার ৭৫ শতাংশ দখল করেছে। দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। খবর রয়টার্সের।

জাতিসংঘের সেক্রেটারি কাউন্সিলের শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে বুধবার গুতেরেস টিকা বণ্টনের এমন ঘটনাকে ‘বন্যভাবে অসম এবং অনৈতিক’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, কঠিন এই সময়ে বিশ্ববাসীর সামনে ভ্যাকসিন সমতাই সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা। সমানভাবে ভ্যাকসিন সরবরাহ করতে জরুরিভাবে বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের বৈঠকে অসমভাবে ভ্যাকসিন বণ্টনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আলোচনা হয়েছে।

করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণার পর পর ভ্যাকসিন পেতে ওঠেপড়ে লাগে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই অধিকাংশ ভ্যাকসিন নিজের দেশের জন্য অগ্রিম কিনে নেওয়ার চেষ্টা করেন। এর পর ব্রিটেন, ইতালি, স্পেন, ব্রাজিলও একই ধরনের পদক্ষেপ নেয়।

এশিয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহ করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। তাদের সঙ্গে আগভাগে যোগাযোগ করায় ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top