অস্ত্র ব্যবসা বিশ্ব নিরাপত্তার অন্তরায়- ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২০ ১৪:৩৩; আপডেট: ৪ আগস্ট ২০২০ ১৫:৩২
                                অস্ত্র প্রস্তুত ও রপ্তানিকারক দেশগুলো বিশ্বে প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, বিশ্ব ব্যবস্থার ব্যাপারে পরাশক্তিগুলোর ভুল হিসাব-নিকাষ বিপর্যয়কর ফল বয়ে এনেছে। খবর পার্স টুডের।
২০০৩ সালে আমেরিকার ইরাক আক্রমণ পরাশক্তিগুলোর ভুল হিসাব-নিকাষের উদাহরণ হিসেবে উল্লেখ করে জারিফ বলেন, ওই যুদ্ধের শুরু থেকেই একথা স্পষ্ট ছিল যে, এর মাধ্যমে বিশ্বব্যাপী উগ্রবাদী চিন্তাধারার বিকাশ ঘটবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ ও নিউ ইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, সন্ত্রাসবাদ এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ এবং কোনো একক দেশের পক্ষে সারাবিশ্বে নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
তিনি বলেন, এখন একটি দেশের নিরাপত্তা অন্যান্য দেশের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে গেছে; কাজেই বিশ্বে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাইলে সব দেশের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে হবে।
#এনএস

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: