কালো দিবসকে ঘিরে কাশ্মীরে কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২০ ১৯:১৮; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৫:৫৬

কাশ্মীর জুড়ে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। ৪-৫ আগস্ট এই কারফিউ বহাল থাকবে। খবর এনডিটিভির।
বিশেষ সাংবিধানিক মর্যাদা রদের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তের সিদ্ধান্তের বর্ষপূর্তির প্রেক্ষাপটে এই কারফিউ জারি হলো।
শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন, ৫ আগস্টকে কালো দিবস হিসেবে পালনের পরিকল্পনা করছে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের মদদপুষ্ট কিছু গোষ্ঠী । এ পরিস্থিতে বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য রয়েছে সহিংস বিক্ষোভ সংঘটিত হওয়ার বিষয়ে। যার কারণে শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট পুরো কাশ্মীর উপত্যকায় কারফিউ জারির কথা জানান।
শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়, করোনা পরিস্থিতিতে অপরিহার্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কারফিউর মধ্যেও চলাচল করতে পারবেন।
গত বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদি সরকার।
#এনএস
আপনার মূল্যবান মতামত দিন: