মার্কিন সিনেটে পাশ হল বড় অঙ্কের করোনা প্রণোদনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১ ২২:৫৬; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৫

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু নেতা চার্লস শিউমার

আবীদ আহসান

মার্কিন সিনেটে ডেমোক্রেটরা শনিবার (০৬ মার্চ) তাদের $ ১.৯ ট্রিলিয়ন করোনভাইরাস ত্রাণ প্যাকেজটি পাস করেছে। খবর সি এন বি সি ডট কম

বেকার সহায়তা কর্মসূচি পুনরায় শুরু করার বিলটি ডেমোক্রেটদের দ্বারা অনুষ্ঠিত হাউজটি মঙ্গলবার (০২ মার্চ) বিলটি পাস এবং অনুমোদনের জন্য ১৪ই মার্চের পূর্বে রাষ্ট্রপতি জো বাইডেন এর কাছে বিল টি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন প্রণোদনার বিলটিতে বেশিরভাগ আমেরিকানকে $১৪০০ পযন্ত নগদ সহায়তা প্রদান করা হবে এবং সেপ্টেম্বর মাসে ভিতরে বেকার সুবিধার জন্য সাপ্তাহিক ৳৩০০ ডলার বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্যাকেজটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠান গুলির জন্য তৃতীয় রাউন্ডের তৃতীয় রাউন্ডের ১৪ বিলিয়ন ডলারের পে-রোল সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে ।

এদিকে মার্কিন অর্থনীতি বিশ্লেষকরা এতো বিপুল পরিমানের অর্থ সরবরাহ মার্কিন অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন।

প্রায় ২ ট্রিলিয়ন ডলারের এই প্রণোদনা প্যাকেজটি আগামী মঙ্গলবার (০৯ মার্চ) চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top