পাঁচ গণমাধ্যমের লাইন্সেস বাতিল করল মিয়ানমার সরকার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মার্চ ২০২১ ২১:২৩; আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৮

ফাইল ছবি

স্বৈর শাসিত মিয়ানমারের সামরিক জান্তা সরকার অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের খবর নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে পাঁচটি সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে।

সোমবার (০৮ মার্চ) রাতে দেশটির মিজিমা, ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মা (ডিভিবি), খিট থিট মিডিয়া, মিয়ানমার নাউ এবং সেভেন ডে নিউজ নামে পাঁচটি সংবাদমাধ্যম বন্ধ করে দিতে বলা হয়েছে। খবর গার্ডিয়ানের।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআর টিভির এক ঘোষণায় বলা হয়েছে—এসব সংবাদমাধ্যম আর কোনো মিডিয়া প্লাটফরম কিংবা মিডিয়া প্রযুক্তি ব্যবহার করে সম্প্রচার কিংবা লেখা বা কোনো তথ্য প্রকাশ করতে পারবে না।

জান্তাবিরোধী বিক্ষোভ মিয়ানমারে ক্রমেই জোরালো হচ্ছে। এখন পর্যন্ত ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।

সামরিক জান্তার ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত সোমবার ধর্মঘটের ডাক দেয় দেশটির গুরুত্বপূর্ণ ট্রেড ইউনিয়নগুলো। ধর্মঘটের ফলে বন্ধ থাকে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের দোকানপাট, কলকারখানা। নির্মাণ, কৃষি ও পণ্য উৎপাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন সোমবারের ধর্মঘটে অংশ নেয়।

এদিকে, দেশটিতে আইন প্রয়োগের অজুহাতে হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়েও মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে সামরিক জান্তা।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top