তুরস্ক থেকে ড্রোন কিনতে চায় সৌদি: এরদোয়ান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২১ ০৩:১৭; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১৪:০৬

ফাইল ছবি

সৌদি আরব তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বিভিন্ন ধরনের বাণিজ্যচুক্তি পড়েছে মুখ থুবড়ে। তবে দুই দেশই বলে আসছে, তারা সম্পর্কের উন্নতি চায়।

মঙ্গলবারের বক্তব্যে তুরস্কের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী গ্রিসের সঙ্গে সৌদির যৌথ বিমান মহড়া পরিচালনার সিদ্ধান্তের বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন এরদোয়ান।

তিনি বলেন, ‘সৌদি আরব গ্রিসের সঙ্গে যৌথ মহড়া দিচ্ছে, আবার একই সময়ে আমাদের কাছ থেকে সামরিক ড্রোন কিনতে চাইছে। আমাদের প্রত্যাশা- এই ইস্যুটির শান্তিপূর্ণ সমাধান।’

বিশ্বে সামরিক ড্রোন তৈরির অন্যতম প্রধান নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছে তুরস্ক। গত বছর বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে ছয় সপ্তাহের যুদ্ধে এসব ড্রোন তুর্কির মিত্র আজারবাইজানকে বেশ সাহায্য করেছে।

সিরিয়া ও লিবিয়ায় চলমান সংঘাতেও এসব তুর্কি ড্রোন মোতায়েন করা হয়েছে।

ইতিমধ্যে তুরস্কের বেসরকারি ভেস্টেল কোম্পানির সঙ্গে রিয়াদের প্রযুক্তি বিনিময় চুক্তি রয়েছে, যা সৌদি আরবকে নিজস্বভাবে সামরিক ড্রোন তৈরির সুযোগ দেয়।

 

 

 

সূত্র: দেশ রুপান্তর

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top