রুশ ভ্যাকসিনে মার্কিন প্রশাসনের 'না'

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০ ০০:৪৪; আপডেট: ১৬ মে ২০২৪ ১৬:১৬

ফাইল ছবি

বিশ্বাসযোগ্যতার প্রশ্নে রাশিয়ার আবিষ্কৃত ভ্যাকসিন নিচ্ছে না ট্রাম্প প্রশাসন। খবর সিএনএন

তবে এটি অপ্রত্যাশিত নয়। ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার ভ্যাকসিন তারা ছুঁয়েও দেখবেন না।

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন দাবি করেছিল, রুশ প্রশাসন করোনায় আক্রান্ত আমেরিকানদের দিকে ‘যুগান্তকারী সহযোগিতার’ হাত বাড়িয়ে দিয়েছিল তারা।

এদিকে, রুশ ভ্যাকসিনটি যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) থেকে ও তেমন সাড়া পান নি। তারা উল্লেখযোগ্য সম্ভাব্য প্রতিষেধকের তালিকায় রাশিয়ার ‘স্পুটনিক ভি’-কে রাখেনি। তারা জানাচ্ছে, রুশ ভ্যাকসিনটি সম্পর্কে যথেষ্ট তথ্য তাদের হাতে নেই।

মূলত অবিশ্বাসের জায়গা থেকেই মার্কিন প্রশাসন প্রতিষেধকটির মূল্যায়ন করছে না এমনটাই জানিয়েছে রাশিয়ার উচ্চ পদস্থ এক কর্মকর্তা। ওই কর্মকতা শুক্রবার (১৪ আগস্ট) মার্কিন সংবাদ সংস্থাকে বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে রাশিয়ার প্রতি সব সময়ই একটা অবিশ্বাস কাজ করে। এই অবিশ্বাস থেকেই আমাদের তৈরি ভ্যাকসিন, পরীক্ষা পদ্ধতি, চিকিৎসা- কিছুই গ্রহণ করবে না আমেরিকা।

রুশ ভ্যাকসিনের প্রতি অবজ্ঞার সুর ই এসেছে হোয়াইট হাউস থেকে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনানি জানান, রাশিয়ার নতুন ভ্যাকসিন নিয়ে প্রেসিডেন্টকে ব্রিফ করা হয়েছে। কিন্তু আমেরিকার যে সম্ভাব্য ভ্যাকসিন, তা আরও উচ্চমানের এবং সেটি তৈরিতে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপের পরীক্ষা জোর গতিতে চলছে।

রুশ ভ্যাকসিনের প্রতি মার্কিন প্রশাসনের আগ্রহ না থাকার বিষয়টিও সাফ জানিয়েছে তারা। তারা নিজেদের ভ্যাকসিনের অপেক্ষায়ই আছে। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা অবশ্য বেশ আক্রমণাত্মক সুরে বলেন, আমেরিকার কাছে রুশ ভ্যাকসিন হলো অর্ধেক রান্না করা খাবার। আমেরিকার তা নিয়ে কোনও আগ্রহ নেই।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top