কাশ্মীরের মানুষকেই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক কী চান : ইমরান খান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১ ১৪:১৫; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৩:০১

ফাইল ছবি

পাক-অধিকৃত কাশ্মীরে নির্বাচনের আগে প্রচারে গিয়ে ইমরান খান জানালেন‌, কাশ্মীরের মানুষদেরই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক যে তারা পাকিস্তানের অংশ হতে চান নাকি ‘স্বাধীন দেশে’র বাসিন্দা হবেন। যদিও ভারত বরাবরই জানিয়ে এসেছে যে, জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ। কিন্তু পাকিস্তান বারবারই বিতর্ক উসকে দিয়েছে।

২৫ জুলাই পাক অধিকৃত কাশ্মীরের তরল খল অঞ্চলে নির্বাচন। তার আগে প্রচারে গিয়ে এক বিরোধী নেতার দাবি প্রত্যাখ্যান করেই এমন কথা জানালেন ইমরান খান। ওই নেতার দাবি ছিল, কাশ্মীরকে নিজেদের রাজ্য হিসেবেই রাখতে চায় পাকিস্তান। সেই দাবিকে উড়িয়ে ইমরান দাবি করলেন, কাশ্মীরিরা কী চায়, সেটা তাঁদের হাতেই ছেড়ে দেওয়া হোক। তাঁর মতে, শিগগিরি এমন দিন আসবে যেদিন জাতিসংঘের মত অনুসরণ করে কাশ্মীরের মানুষকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হবে। অর্থাৎ এ বিষয়ে গণভোটের ‘টোপ’ দিলেন পাক প্রধানমন্ত্রী।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top