মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ আগস্ট ২০২১ ২৩:৪১; আপডেট: ১৪ জানুয়ারী ২০২৬ ১২:২৮
মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) পণ্য ও শ্রমিকবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে বলে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরটিএম জানিয়েছে, দ্রুতগতিতে ট্রাক চালানোর সময় হঠাৎ চাকা ফেটে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা বাসের সামনে চলে আসেন। আর এতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এদিকে এই দুর্ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছেন। এছাড়া প্রাথমিকভাবে ৩৭ জনের নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে ৪১ হয়েছে বলেও জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের সচেয়ে বিপজ্জনক সড়কগুলো আফ্রিকায় অবস্থিত। সেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২৬ জন মারা যান সড়ক দুর্ঘটনায়।
বিষয়: মালি সড়ক দুর্ঘটনা

আপনার মূল্যবান মতামত দিন: